আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নুসরাত কারো দাসি নয়: তসলিমা নাসরিন

নুসরাত কারো দাসি নয়: তসলিমা নাসরিন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১০:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আলোচনা সমালোচনার পারদে যেন ঘি ঢেলেই পৃথিবীর বুকে পুত্র সন্তানের জন্ম দিলেন টালিউড সুপারস্টার নুসরাত। বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পুত্র সন্তানের জন্ম হতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সে খবর। আর সঙ্গে সঙ্গে শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হয়েছেন কলকাতার নায়িকা ও তার সদ্যজাত সন্তান। এমন কী শুভেচ্ছা জানিয়েছেন তসলিমা নাসরিন। খবর-আনন্দবাজার

শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন- ‘ সে (নুসরাত) প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভাল মানুষ করবে, এ আমার বিশ্বাস’। দাঁত-নখে শান দিয়ে নিন নুসরাত, নিজের সন্তানকে রক্ষা করতে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে।

এই প্রসঙ্গে তসলিমা একটি মেয়ের সন্তান ধারণ করা বা না করা বিষয়টি নিয়েও নিজের মত প্রকাশ করেছেন। তার মতে, মেয়ে হলেই যে মা হতে হবে এমন কোনও বাধ্যবাধ্যকতা নেই। ‘সব মেয়েই মা হতে চায় এটা ঠিক নয়, অনেক মেয়েই চায় না। সভ্য দেশের বেশির ভাগ সভ্য মেয়ে বাচ্চা চায় না।’

এর কারণও ব্যাখ্যা করে তসলিমা বলেন, ‘মেয়েরা নিজেদের জরায়ু বলে মনে করে না। তারা মনে করে তাদের জীবন জরায়ুর চেয়ে অনেক মূল্যবান। তাছাড়া পৃথিবীতে বাচ্চার তো অভাব নেই! ’ সন্তান হলেও সমস্যা আবার না হলেও সমস্যা। সন্তান কুলাঙ্গার হলে জন্মদাত্রীর জীবন নরকতুল্য। স্বাধীন ভাবে বাঁচার অধিকার সব মেয়েরই আছে। এই ভাবনা থেকেই তিনি নিজে কোনও দিন সন্তান চাননি বা নিজের শরীরে সন্তান ধারণ করেননি।

তসলিমা মনে করেন, শুধু মাত্র শুক্রাণুর জন্যই সন্তান ধারণের সময় পুরুষের উপর নির্ভরশীল নারী। এই জায়গা থেকে তার দাবি, ‘এমনও দিন আসবে যে দিন মেয়েদের স্টেম সেল থেকে স্পার্ম তৈরি হবে। অথবা স্পার্ম তৈরি হবে মেয়েদের বোন ম্যারো থেকে।’