আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নুসরাতের সন্তানের জন্য উপহার পাঠালেন কে?

নুসরাতের সন্তানের জন্য উপহার পাঠালেন কে?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : প্রায় এক মাস হতে চললো টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের ছেলে ঈশানের বয়স। হয়তো সেই উপলক্ষেই মঙ্গলবার ছোট্ট ঈশানের জন্য ঝাঁপি ভর্তি উপহার গিয়ে পৌঁছাল মা নুসরাতের কাছে। আর সেই সব কিছুই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন নতুন মা। এদিন নিজের ইনস্টাগ্রামে নুসরাত একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ঈশানের জন্য আসা ঝাঁপি ভর্তি উপহারের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি জামা, মোজা, শ্যাম্পুসহ আরও অনেক কিছু। সঙ্গে কাগজে লেখা ঈশানের নাম। আবার কোথাও ঈশানের উদ্দেশ্যে লেখা, ‘তোমাকে এই পৃথিবীতে স্বাগত’।

কিন্তু কে পাঠালো ছোট্ট ঈশানের জন্য এত সুন্দর উপহার আর বার্তা। নুসরাতের ভিডিও থেকে জানা যাচ্ছে, ঈশানের জন্য এই উপহার পাঠিয়েছেন রুদ্রদীপ ও ঋত্বিকা নামে দুজন। এর মধ্যে রুদ্রদীপ হলেন নুসরাতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীর ম্যানেজার। ঋত্বিকা হলেন রুদ্রদীপের স্ত্রী।

গত ২৬ আগস্ট কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় নায়িকা নুসরাত। প্রথমদিকে না জানা না গেলেও ইতোমধ্যে প্রকাশ হয়েছে ঈশানের বাবার নাম। তিনি হলেন নুসরাতের বর্তমান প্রেমিক যশ দাশগুপ্ত। ঈশানের জন্ম নিবন্ধনপত্র থেকে এই নামটি সামনে আসে।

যদিও ঈশানের জন্মের পর থেকেই নানা ইঙ্গিত দিয়ে নুসরাত বোঝাতে চেষ্টা করেছেন যে, যশই তার সন্তানের বাবা। কলকাতা পৌরসভার ওয়েবসাইটে ছেলের জন্ম নিবন্ধনপত্রের তথ্য প্রকাশের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, ঈশানের বাবা যশই।