আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নেইমার জাদুতে ফরাসি কাপে চ্যাম্পিয়ন পিএসজি

নেইমার জাদুতে ফরাসি কাপে চ্যাম্পিয়ন পিএসজি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২০ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ম্যাচ ৩৩ মিনিটে গড়াতেই চোট নিয়ে মাঠ ছাড়েন কাইলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলারকে হারিয়ে একটুও দমে যায়নি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমারের একমাত্র জয়সূচক গোলে দশজনের সেন্ট এতিয়েন্নেকে (১-০ গোলে) হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ফরাসি কাপের এই ফাইনাল ম্যাচে সুখবর আছে আরও একটি। শিরোপা নির্ধারণী এ ম্যাচ দিয়েই ফ্রান্সের মাঠে ফিরেছে দর্শক। তবে স্তাদে দে ফ্রান্সে কিছু সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি পেয়েছিলেন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এপ্রিলে ফরাসি লিগ ওয়ান বাতিল হওয়ার পর এটাই ফ্রান্সের মাটিতে প্রথম ম্যাচ। বিশেষ এই ম্যাচেই পিএসজি’কে ১৩তম ফরাসি কাপ উপহার দিলেন নেইমার।

ম্যাচের অগ্নিগর্ভ প্রথমার্ধের ১৪তম মিনিটেই পিএসজি’কে লিড এনে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৩১তম মিনিটে এমবাপ্পেকে ভয়ানক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লয়েচ পেরিন। এনিয়ে মাঠে বেঁধে যায় হট্টগোল।

ব্যথার যন্ত্রণায় খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়ার সময় কান্না করে ফেলেন এমবাপ্পে। পরে অবশ্য ক্রাচে ভর দিয়ে ফেরেন ডাগ-আউটে। সন্দেহ নেই আগস্টে আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অনিশ্চিত হয়ে গেলেন এমবাপ্পে।