আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নেটিজেনদের ধারনার জবাব দিলেন সোনম

নেটিজেনদের ধারনার জবাব দিলেন সোনম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : দিনকয়েক আগেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর। সেখান থেকেই রোজকার জীবনযাপনের টুকরো মুহূর্ত নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছেন নায়িকা। কখনও অবসর যাপনের ছবি, আবার কখনও আনন্দের ওয়ার্ক ফ্রম হোমের মুহূর্ত। খোলা বাগানে ফুরফুরে সময় কাটানোর একটি ভিডিও সোনম সম্প্রতি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যা দেখে নেটিজ়েনের একাংশের ধারণা হয়, ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম না মেনেই বাড়ির বাইরে পা রেখেছেন সোনম। সদ্য লন্ডনে গিয়েছেন মৌনী রায়ও, তার বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ ওঠে। তবে সোনম নিজেই এর জবাবে জানিয়েছেন, তিনি বাড়ির বাইরে এক পা-ও বেরোননি এর মধ্যে। তার পোস্ট করা ভিডিওটি নিজেদের বাড়ির বাগানেই তুলেছিলেন নায়িকা। প্রসঙ্গত, নারীদের অনলাইন অ্যাবিউজ়ের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সোনম।

তবে ট্রোলদের তিনি কড়া হাতে সামলে এসেছেন বরাবরই।