আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নেত্রকোনায় আগুনে পুড়ল ৫ দোকান

নেত্রকোনায় আগুনে পুড়ল ৫ দোকান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২১ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের কামারপট্টি এলাকায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুধাংশ সরকারের মনোহারি দোকানে আগুন জ্বলতে দেখে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাজল মাস্টারের বাসা, সুধাংশ সরকারের মনোহারি দোকানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া আরও চার দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে আগুনে পাঁচটি দোকানের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে– বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।