আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নেপালের দায়িত্ব ছাড়ছেন হোয়াটমোর

নেপালের দায়িত্ব ছাড়ছেন হোয়াটমোর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ শেষেই নেপাল ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন ডেভ হোয়াটমোর। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ওমানে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ-২ এর পরবর্তী রাউন্ড। এরপরই দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাবেক কোচ হোয়াটমোর। দায়িত্ব ছাড়ার বিষয়টি ইতোমধ্যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে জানিয়ে দিয়েছেন। পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৬৭ বছর বয়সী হোয়াটমোর। গেল বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উমেশ পাতওয়াল। এরপর ১৮ ডিসেম্বর নেপাল দলের দায়িত্ব তুলে দেওয়া হয় হোয়াটমোরের কাঁধে।