আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নোমানের ঘূর্ণিতে ইনিংস ও ২২২ রানে জিতলো পাকিস্তান

নোমানের ঘূর্ণিতে ইনিংস ও ২২২ রানে জিতলো পাকিস্তান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৩ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে পাকিস্তান। নোমান আলীর ঘূর্ণিতে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনে সফরকারীরা জয় পেয়েছে ইনিংস ও ২২২ রানে। নোমান ২৩ ওভারে ৭০ রান দিয়ে নেন ৭টি উইকেট। বাকি ৩টি উইকেট নেন নাসিম শাহ।

এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। পাশাপাশি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৬ রানে অলআউট হয়। জবাবে আব্দুল্লাহ শফিকের ২০১ ও আগা সালমানের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪১১ রান। সেই রান তাড়া করতে নেমে ৬৭.৪ ওভারে ১৮৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ব্যাট হাতে অ্যাঞ্জেলো ম্যাথুজ একপ্রান্ত আগলে অপরাজিত ৬৩ রান করেন। দিমুথ করুণারত্নে ৪১ ও নিশান মদুশঙ্ক ৩৩ রান করেন। বাকিদের কেউ ১৬ রানের বেশি করতে পারেনি।