আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক :   নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির অটোরিকশাচালক জসীম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) এবং চাচাতো ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছালে বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নোয়াখালী হাইওয়ে পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাপর পরপরই বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।