আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নোরার সঙ্গে লেহেঙ্গা পরে মঞ্চ মাতালেন অক্ষয়

নোরার সঙ্গে লেহেঙ্গা পরে মঞ্চ মাতালেন অক্ষয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিলো বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের। আরেকবার মুখ থুবড়ে পড়েছিলো পরপর আটটি সিনেমা। আর এবার ফ্লপ হয়েছে টানা পাঁচটি। ক্যারিয়ারের এমন বেহাল অবস্থার মাঝেই আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড করলেন বলিউডের এই জনপ্রিয় তারকা। অ্যাটলান্টায় লাল লেহেঙ্গা পরে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নোরা ফতেহির সঙ্গে মঞ্চ মাতালেন অক্ষয়। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গায়ে কালো ব্লেজার, নিচে লাল লেহেঙ্গা পরে একঝাঁক নৃত্যশিল্পীদের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষয়। গান শুরু হতেই মঞ্চে এসে যোগ দিলেন বলিউডের ‘গরমি গার্ল’ নোরা ফাতেহি। তার পরনে ছিলো লাল ব্লাউজ ও শর্টস। নোরা মঞ্চে আসামাত্র লেহেঙ্গা খুলে নাচ শুরু করেন অক্ষয়। যদিও লেহেঙ্গার নিচে কালো প্যান্ট পরেছিলেন বলিউড এই তারকা। অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই সিনেমার সাফল্য ও সিনেমায় অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিলো তাকে। সেই ছবির গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতান অক্ষয় ও নোরা। নাচ শেষে একে অপরকে জড়িয়েও ধরেছেন দুই অভিনেতা। দর্শকদের একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে বেশ বিপাকেই রয়েছেন বলিউড ‘খিলাড়ি’। অন্যদিকে দর্শকরাও বেশ হতাশ তার সিনেমা নিয়ে। ক্যারিয়ারের এমন দুর্দশা দূর করতে মরিয়া অক্ষয়। তার ফ্লপ সিনেমার এই সংখ্যা আরও বাড়বে নাকি এখানেই ফুলস্টপ হবে, তা সময়ই বলে দেব।