আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা বেগম (২৬) নামে এক নারী মারা গেছেন। শনিবার (২ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাসী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পরিববারের সদস্যরা জানান, সকালে মুক্তা বেগম গোয়াল ঘর থেকে কাজ শেষ করে রান্না ঘরে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ বজ্রপাতে ওই নারীর মৃত্যূর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।