আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পটুয়াখালীতে গাছ চাপায় ২ নারীর মৃত্যু

পটুয়াখালীতে গাছ চাপায় ২ নারীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


patuaপটুয়াখালী: পটুয়াখালী সদর ও গলাচিপায় ঝড়ে ঘরের উপর ভেঙে পড়া গাছের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে এক নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হলেন, সদর উপজেলার ছোট‌বিঘাই ইউনিয়নের অফিসের হাট এলাকায় কুদ্দুস হাওলাদারের মেয়ে তান‌জিলা ও গলা‌চিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা সে‌লিমা বেগম।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে ঘরের উপর পড়ে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়।

এদিকে, সদর উপ‌জেলার শা‌রিকখালী গ্রাসে বজ্রপাতে সালমা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।