পরমাণু বোমার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে দ. কোরিয়া
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২১ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : পারমাণবিক বোমার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির বার্তাসংস্থা ইয়নহ্যাপের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানায়।
দক্ষিণ কোরিয়া তাদের প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সম্প্রতি একটি বাজেট প্রস্তাব করেছে। এ বাজেটে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দ রয়েছে। বৃহস্পতিবার ইয়নহ্যাপের প্রতিবেদনে বলা হয়, ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন এ ক্ষেপণাস্ত্র।
প্রতিবেদনে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র তিন টনের বেশি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। এটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি দিয়ে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা বা ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয়। এটি ভূগর্ভস্থ ট্যানেলও ধ্বংস করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রায় সব জায়গায়ই এ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্র তৈরির উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রেক্ষাপটে এটি তৈরি করার কার্যক্রম শুরু করে দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সরকার ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি নিশ্চিত করেছে।