আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন পরশে বর্ণিল ঈদ

পরশে বর্ণিল ঈদ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


1অনলাইন ফ্যাশন ডেস্ক: স্বপ্ন পূরণের আশ্বাস নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা পরশ এই ঈদে সেজেছে বর্ণিল সাজে। প্রতিটি উপলক্ষ্যেই পরশ নান্দনিক ডিজাইনের সব পোশাক নিয়ে আসে।

পরশে মেয়েদের জন্য রয়েছে লং টপস, র্শট টপস, লং সালোয়ার কামিজ ,ওড়না ও জ্যাগেন্স টাইলস এবং ছেলেদের জন্য আছে পাঞ্জাবী ও পাজামা। পরশের পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর অধিকাংশ পোশাকই শতভাগ সুতি কাপড়ের তৈরি। পরশের পোশাক খুুচরা বিক্রয়ের সাথে সাথে সারাদেশে পাইকারীও বিক্রয় করা হয়।

যোগাযোগ: ১৭/বি তৃতীয় তলা , আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা ।

যোগাযোগ: ০১৭১৮৯৩২৮১৬,

ফেসবুক : fb/porosh aziz