আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পরিচালনায় আসছেন অমিত হাসান

পরিচালনায় আসছেন অমিত হাসান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নায়ক হিসেবে সাফল্য পেয়েছেন অমিত হাসান। সম্প্রতি চলচ্চিত্রে খল নায়কের ভূমিকাতেও বেশ প্রশংসিত। সেই পরিচয়ের বাইরে এবার তিনি আসছেন নির্মাণে। ‘পরাণ পাখি রে’ নামে একটি নাটক পরিচালনা করবেন তিনি।

অমিত হাসান বলেন, ‘সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক নির্দেশনা শুরু করতে যাচ্ছি। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমি নিজে এই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করবো। আর বাকি শিল্পী কারা হবেন সেটা এই মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলবো। এরপর আগামী মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে।’

তিনি আরও বলেন ‘পরাণ পাখি রে’ নাটকটির জন্য একটা গানও লিখেছি আমি। এর রেকর্ডিং শেষ। আশা করছি দর্শক ও শ্রোতা গানটি উপভোগ করবেন।’

অমিত হাসানের হাতে আছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, রাকিবুল আলম রাকিবের ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।