আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৩৭ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৩৭ লাখ টাকা জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৯:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


16কাগজ অনলাইন প্রতিবেদক: পরিবেশ দূষণের দায়ে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ ও খুলনার বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার কারখানাগুলোর মালিকদের পরিবেশ অধিদপ্তরে তলব করে গণশুনানির মাধ্যমে এ টাকা জরিমানা করা হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ে পরিচালন একেএম মিজানুর রহমানের নেতৃত্বে কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে মানিকগঞ্জের রাইজিং নিট টেক্সটাইল লিমিটেডকে ২৪ লাখ ১৯ হাজার টাকা, কেরানীগঞ্জের আশিক ওয়াশিংকে ২৩ হাজার, খুলনা লাকী কাগজ বোর্ড মিলকে ১ লাখ ৮০ হাজার টাকা, গাজীপুর মেসার্স মণ্ডল নিট ওয়্যারসকে ১০ লাখ টাকা এবং সিলেটে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে হেকিমউদ্দিনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় নদীতে পেলে পরিবেশের ক্ষতি করায় কারখানাগুলোকে এ ক্ষতিপূরণ দিতে হচ্ছে। পরিবেশগত ছাড়পত্র ব্যতীত এবং ইটিপি ছাড়া যে সব কারখানা তাদের কার্যক্রম পরিচালনা করছে। সে সব জেলার কারখানা পরিদর্শন করে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তাদের জরিমানা করা হয়।

এ সমস্ত কারখানাগুলোকে অতিসত্বর ইটিপি নির্মাণ অন্যথায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।