আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে সিপ’র নানা কর্মসূচি পালন

পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে সিপ’র নানা কর্মসূচি পালন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


IMGকাগজ অনলাইন প্রতিবেদক: ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ’ জাতিসংঘের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা সোস্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ)।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার (০৬ জুন) রাজধানীর শ্যামপুরে কর্মসূচিগুলো পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও নাটক।

সিপ’র উদ্যোগ র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল। একই সঙ্গে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।

আলোচনা সভায় সিপ’র পরিচালক (মনিটরিং ও ইভালুয়েশান) মো. জাহিদ হোসেন, দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি নোভা শামস্, হেড-স্পনসরশিপ কমিউনিকেশন বিথী নন্দি, শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাপলা খানম, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হাবিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাপলা খানম পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পরিবেশ বাঁচলেই, আমরা বাঁচবো, তাই পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’