আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// পল্লবী থানায় বিস্ফোরণ: গ্রেপ্তার তিনজন ১৪ দিনের রিমান্ডে

পল্লবী থানায় বিস্ফোরণ: গ্রেপ্তার তিনজন ১৪ দিনের রিমান্ডে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২০ , ৯:১৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় বৃহস্পতিবার পুলিশ রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম মঈনুল ইসলাম এ আদেশ দেন।
গ্রেপ্তার তিনজন হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ। বুধবার ভোরে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পল্লবী থানায় নেওয়া হয়। এরপর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রে লুকানো বোমায় বিস্ফোরণ ঘটে থানায়। এতে চার পুলিশসহ পাঁচজন আহত হন।
বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে পল্লবী থানার অস্ত্র মামলায় সাত ও বিস্ফোরক মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুকুজ্জামান মল্লিক।
এ সময় রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই সেলিম হোসেন  বলেন, ‘এই তিনজন পেশাদার অপরাধী। তাদের নামে আরও মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে পাঠানো হোক।’
আর আসামিদের পক্ষে রিমান্ডের বিরোধিতা করে আইনজীব শামীমুল ইসলাম ও ওয়াজেদ আলী বলেন, ‘তাদের তিনজনকে অনেক আগে গ্রেপ্তার করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানো হয়নি, যা ফৌজদারী কার্যবিধি ও সংবিধানবিরোধী। আসামিরা আহত এবং রিমান্ডে পুলিশ তাদের ওপর অত্যাচার।’
প্রসিকিউশন পুলিশের উপ-কমিশনার মো. জাফর হোসেন জানান, উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক তিন আসামির প্রত্যেককে অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক মামলায় সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, ‘কালশী কবরস্থানের কাছে একদল সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে মঙ্গলবার রাত ২টার দিকে সেখানে অভিযানে যায় পল্লবী থানা পুলিশ। ওই সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ওজন মাপার মেশিনের মতো একটি যন্ত্র পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, ওই ওজন মাপার যন্ত্রে বোমা রয়েছে। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওজন মাপার মেশিনটি পরীক্ষা করেন। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। তারা পল্লবী থানায় পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে। এতে থানার দোতলার জানালার কাচ ভেঙে যায় এবং পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলামসহ পাঁচজনকে আহত হন।’