আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পশ্চিম তীরে ৪ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল

পশ্চিম তীরে ৪ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সাড়ে চার হাজারের অধিক বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী জোট সরকার। এছাড়া অবৈধ বসতি স্থাপনের কাজ বেগবান করতে অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকে ব্যাপক পরিসরে ক্ষমতাও দেওয়া হয়েছে। রোববার (১৮ জুন) মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অনুমোদনের ফলে ২৭ বছর ধরে চলা বসতি স্থাপনে ছয় ধাপের প্রক্রিয়াটি উপেক্ষিত হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। নতুন এই অনুমোদনে পশ্চিম তীরের বিভিন্ন অংশে চার হাজার ৫৬০টি বসতি স্থাপন করা হবে, যা আগামী সপ্তাহে হতে যাওয়া ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এ বিষয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, ‘আমরা বসতি স্থাপন প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত রাখব এবং ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করব। ’ তবে ইতোমধ্যেই বিভিন্ন গোষ্ঠী এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ পদক্ষেপের ফলে পুরো পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। নতুন বসতি স্থাপনের ঘোষণার পরে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরকে খুব দ্রুত পুরোপুরি দখলে নেওয়ার একটি ভয়ঙ্কর পদক্ষেপ হিসেবে বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, ইসরায়েলের এই পদক্ষেপের ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে জানিয়েছে গাজার নিয়ন্ত্রণকারী হামাস। আর ফাতাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যেভাবে গাজা থেকে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে, একইভাবে পশ্চিম তীর থেকেও সরিয়ে দেওয়া হবে। ’ আজ সোমবার (১৯ জুন) ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক আছে। তবে ফিলিস্তিন জানিয়েছে, তারা এ বৈঠকে যোগ দেবে না। সূত্র- আল জাজিরা