পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে শেষ মুহূর্তে জয় বার্সার
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২১ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড
স্পোর্টস ডেস্ক : আরেকটু হলে পঁচা শামুকে পা কাটতে চলেছিল। পয়েন্ট তালিকার তলানির দিকের দল রীতিমত ভয় ধরিয়ে দিয়েছিল বার্সেলোনাকে। যদিও শেষ হাসিটা হেসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরাই। শনিবার রাতে ন্যু ক্যাম্পে নাটকীয় এক লড়াইয়ে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচে দাপট ছিল বার্সারই। দারুণ খেলে ১৯ মিনিটের মাথায় তারা ২-০ গোলে এগিয়ে যায়। ষোড়শ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেড করে গোল করেন জুতগা ব্ল্যাঙ্ক। তিন মিনিট পর ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন গাভি। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল বার্সার। এরই মধ্যে হঠাৎ চমক দেখায় এলচে। এক মিনিটের ব্যবধানে তুলে নেয় দুই গোল। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তে। পরের মিনিটে তার ক্রস ফাঁকায় পেয়ে হেডে সমতা ফেরান পেরে মিইয়া। রক্ষণ দুর্বলতায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বার্সা এরপর হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে। ৭২তম মিনিটে ব্ল্যাঙ্ককে তুলে নিকো গঞ্জালেসকে কোচ জাভি। ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনই দলকে স্বস্তি এনে দেন। ৮৫ মিনিটে ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে জয়সূচক গোলটি করেন তিনি। স্বস্তির এই জয়ে লিগে ১৭ ম্যাচে ৭ জয় আর ৬ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে এলচে।