আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাউলো দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি আবার করোনা আক্রান্ত

পাউলো দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি আবার করোনা আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২০ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক :গত কয়েকদিন আগেই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি । ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থেকে তারা দুজনেই সুস্থ হয়ে উঠেছিলেন মরণ ব্যাধি এই ভাইরাস থেকে। কিন্তু পুনরায় করোনার টেস্ট করায় তারা। এতে পাউলো দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি আবার করোনা আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে দিবালা এবং তার বান্ধবী কোভিড-১৯ টেস্টে দেহে আর ভাইরাস নেই বলে সনাক্ত হয়। এরপর আবার করোনা পরীক্ষা করিয়ে দিবালার বান্ধবী দেখেন যে, তার দেহে করোনা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্বীকার করেছেন সাবিতিনি। তিনি বলেন, ‘অনেকেই আমাকে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। গেল একুশে মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনা ধরা পড়ে। কিন্তু তিন দিন আগে করানো কোভিড-১৯ পরীক্ষায় দু’জনেরই নেগেটিভ ফল আসে। কিন্তু শনিবার সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করালে আবারও আমার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।’ করোনা নিয়ে সাবাতিনি সবাইকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন, ‘আমি জানি না কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না কেনই বা ফল নেগেটিভ হলো, পরে আবার পজিটিভ আসল। আমার মতে, কেউ যদি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরেনও, তার অবশ্যই আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে শতভাগ নিশ্চিত হওয়ার উচিত।’