আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাকিস্তান হয়ে আসবে আফগান যুবারা

পাকিস্তান হয়ে আসবে আফগান যুবারা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্লাইট জটিলতায় পেছাতে যাচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করায় দেশটির কাবুল বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালিত হচ্ছে না। তাই আফগানিস্তানকে পাকিস্তানে গিয়ে সেখান থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হতে হবে। আর পাকিস্তানে যেতে হলে আফগান যুবাদের সেদেশের ভিসার প্রয়োজন। যে কারণে নির্ধারিত সময়ে সিরিজটি আয়োজন করা সম্ভব হবে না। বর্তমানে তারা পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করছেন। ভিসা হয়ে গেলে বাসে করে দেশটিতে যাবে আফগান যুবারা। তারপর সেখান থেকে বিমানে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবেন। এমনটাই জানিয়েছেন এসিবির মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি বলেন, ‘কাবুল থেকে কোনো ফ্লাইট নেই। তাই আমরা পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করছি।
যাতে আমরা বাসে চড়ে পাকিস্তানে যেতে পারি। তারপর আমরা বাংলাদেশে বিমানে যাব।’ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। এরপর সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি চারদিনের ম্যাচ। তবে বিসিবি জানিয়েছে আফগানিস্তানের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার বলেন, ‘আমরা সব সময়ই তাদের (আফগানিস্তান অনূর্ধ্ব-১৯) জন্য সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করব। এমনকি তারা যদি তাদের পূর্বনির্ধারিত সূচি থেকে সাতদিন পরেও আসে। কারণ সেপ্টেম্বরে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কোনো খেলা নেই।’