আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান

পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৯:৪৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


19কাগজ অনলাইন প্রতিবেদক: পবিত্র রমজানে পাকিস্তানি পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানায় সংগঠনটি।

সমাবেশে দলের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী বলেন, ‘একাত্তরে বাঙালি পাকিস্তানের নাক কেটে দিয়েছে। তবুও তারা বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে ষড়যন্ত্রে লিপ্ত। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে তারা অযাচিত হস্তক্ষেপ করছে। যা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।’

পাকিস্তানি পণ্য বর্জনে সরকারের পক্ষ থেকে প্রচার চালানোর আহ্বান জানান ওলামা লীগের নেতারা।

ঈদে ভারতীয় পোশাকের বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়ে ইলিয়াছ হোসাইন বিন হেলালী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ভারতীয় ও পাকিস্তানি পোশাক দেশে আসছে। এর ফলে আমাদের দেশের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন।’

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসেনসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।