আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৩ , ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি রাজনৈতিক সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জনেরও বেশি। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার (৩০ জুলাই) প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ৪৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি অবস্থা করে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। ’ ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কিত ছুটোছুটি করছেন। আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসেছিল। পরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান ডন.কমকে জানিয়েছেন, হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন। রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, বিস্ফোরণে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের শিগগির গ্রেপ্তার করা হবে।

এদিকে কেপির তথ্যমন্ত্রী ফিরোজ শাহ বলেছেন, বাজাউর ও পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। জিও নিউজকে তিনি বলেন, আমরা হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর রোগীদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।