পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২১ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার রেতি ও ধারকি স্টেশনের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেন, করাচী থেকে সারগোদারগামী মিল্লাত এক্সপ্রেস রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এসময় রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার পরপরই ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার জন্য ডেকে পাঠানো হয়েছে। ঘোটকি জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা উসমান আব্দুল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখনও কত মানুষ দুর্ঘটনা কবলিত ট্রেনের ভেতর আটকা পড়ে আছেন তা বলা কঠিন। ছয় থেকে আটটি বগি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় ‘হতাশা’ প্রকাশ করে দায়ীদের খুঁজে বের করতে পূর্ণ তদন্তের ‘আশ্বাস’ দিয়েছেন।