আজকের দিন তারিখ ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেপ্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৯:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইসলামাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানের আওয়ামী মুসলিম লিগের (এএমএল) নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে। ‘পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশ্চিহ্ন করতে হত্যা ষড়যন্ত্র’ যুক্ত থাকার জন্য সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে অভিযুক্ত করেছেন ইমরান খান। একই রকম অভিযোগ করেছেন তিনিও। এ জন্য তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি জিও নিউজকে নিশ্চিত করেছেন তার ভাতিজা শেখ রশিদ শফিক। তিনি বলেছেন, ইসলামাবাদের একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে এএমএল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে হাজির করা হয় ইসলামাবাদে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট ওমর শাব্বিরের আদালতে তার আট দিনের রিমান্ড দাবি করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি রিমান্ড মঞ্জুর করা হয়েছে কিনা। ইমরান খানের পিটিআইয়ের সঙ্গে জোট করে তার সঙ্গে রয়েছেন শেখ রশিদ আহমেদ। এ খবর দিয়েছে অনলাইন ডন।
তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাওয়ালপিন্ডি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট রাজা ইনায়েতুর রেহমান। এতে তিনি অভিযোগ করেছেন, এএমএলের প্রধান শেখ রশিদ আহমেদ ২৭শে জানুয়ারি টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, ইমরান খানকে হত্যা করতে কিছু সন্ত্রাসীর সহযোগিতা পেয়েছেন পিপিপির সহসভাপতি আসিফ আলি জারদারি। একই দিন টেলিভিশনে দেয়া বক্তব্যে পিটিআই প্রধান ইমরান খানও বলেন, একটি সরাসরি হত্যা ষড়যন্ত্রের নেপথ্যে আছেন জারদারি। এটি হলো একটি ‘প্ল্যান সি’। এ উদ্দেশে দায়িত্ব দেয়া হয়েছে একটি সন্ত্রাসী গ্রুপকে। তবে এই অভিযোগের পিছনে কোনো তথ্যপ্রমাণ দেননি তারা। এ কারণে প্রথম একটি এফআইআর করা হয় ইসলামাবাদের আবপাড়া পুলিশ স্টেশনে। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে অভিযোগ গঠন করা হয়। ওদিকে গ্রেপ্তারের আগে বিবিসি উর্দুকে শেখ রশিদ আহমেদ বলেছেন, ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য তার বাড়ি ঘিরে ফেলেছে। স্টাফদের মারধর করেছে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, কেউ কেউ মই বেয়ে তার বাড়িতে প্রবেশ করেন। ইসলামাবাদ হাইকোর্ট থেকে তিনি স্বস্তি পাওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন। গ্রেপ্তারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানোর প্রত্যয় ঘোষণা করেন তিনি।