আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাঠান পরিবার : বড় ভাইয়ের চুল কেটে দিচ্ছেন ছোট ভাই

পাঠান পরিবার : বড় ভাইয়ের চুল কেটে দিচ্ছেন ছোট ভাই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভাইয়ে ভাইয়ে এমন মিল খুব একটা দেখা যায় না। কিন্তু ভারতীয় ক্রিকেটের পাঠান ভাতৃদ্বয়ের মাঝে মিলের অভাব নেই। প্রায় নিয়মিতই দুই ভাইকে একসঙ্গে দেখা যায় মিডিয়ায়। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন চলছে ভারতে। স্তব্ধ হয়ে গেছে ক্রীড়াজগত। বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারোর জানা নেই। ঘরবন্দি জীবন কাটছে পাঠান ভাতৃদ্বয়েরও। লকডাউ-এ প্রত্যেকেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, চুল দাড়ি কাটা নিয়ে। চারিদিকে সব বন্ধ থাকায় সবাই ঘরে বসেই বউকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছেন। শুরুটা করেছিলেন আনুশকা শর্মা। ভারত অধিনায়ক বিরাট কোহলির হেয়ার স্টাইলিস্ট হয়েছিলেন এই বলিউড তারকা। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। কোহলিআনুশকার দেখানো পথেই হাঁটেন সুরেশ রায়না। এবার সেই পথে ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। বউ থাকলেও ভাতৃদ্বয় একে অন্যের ওপরেই নির্ভর করেছে। তাই ব্যাটবল ছেড়ে এবার হেয়ারকাটিং ট্রিমার হাতে তুলে নিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। এমনকী রীতিমতো বিশেষজ্ঞের মতো করে বড় ভাই ইউসুফ পাঠনের চুল কেটে দেন তিনি। এমন একটি ঘটনার ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট না করলে হয়? পাঠান ভাতৃদ্বয়ের ক্ষৌরকর্মের ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা রীতিমতো উচ্ছাস প্রকাশ করছেন।