পাবার্দের গোলে আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৩ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরো বাছাইপর্বে ফ্রান্সের সঙ্গে ভালোই লড়ে গেছে আয়ারল্যান্ড। কিন্তু ভাগ্য সহায় হয়নি দলটির। বেনজামিন পাভার্দের একমাত্র গোলে তাদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ফ্রান্স। সোমবার রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। একমাত্র গোলটি আসে পাভার্দের পা থেকে। আক্রমণাত্মক শুরু করা ফ্রান্স রক্ষণভাগে ভিড়তেই আইরিশ ডিফেন্ডাররা বাধা হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে তাই গোলের দেখা পায়নি ফরাসিরা। কিন্তু বিরতির পর মাঠে নামতেই ব্যবধান গড়ে দেন পাবার্দ। ৫০তম মিনিটে মিডফিল্ডার জস কালেনের দুর্বল পাস ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার। শেষদিকে অবশ্য সমতায় ফিরতে মরিয়া আয়ারল্যান্ড বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু ফ্রান্স ডিফেন্সিভ খেলে সেগুলো ভেস্তে দেয়। জয় নিয়ে মাঠ ছাড়া ফরাসিরা টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করলো।