আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি পায়ে হেঁটে খুলনার সমাবেশে যাওয়ার ঘোষণা

পায়ে হেঁটে খুলনার সমাবেশে যাওয়ার ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২২ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :   খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে পায়ে হেঁটে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা। সেই সঙ্গে বাস মালিক ও শ্রমিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। বিশেষ করে খুলনাগামী যাত্রীরা পড়েছেন মহাসংকটে। কেউ হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু বলেন, ‘সাতক্ষীরা থেকে ৬টি রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন মালিক-শ্রমিকরা। যে কারণে কেউ বাস চালাতে রাজি হচ্ছেন না।’

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘আগামী ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশ বাঁধাগ্রস্ত করতেই এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক-শ্রমিকরা।’

তিনি আরও বলেন, ‘সরকারের চাপে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। কিন্তু আমাদের ডাক পড়েছে। আমরা পায়ে হেঁটে, সাঁতরে খুলনা যাবো। কোনো বাঁধা আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। সাতক্ষীরা থেকে বিএনপির ৬ হাজার নেতাকর্মী যেকোনো মূল্যে মহাসমাবেশে যোগ দেবে।’