আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই

পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৮:২১ পূর্বাহ্ণ | বিভাগ: অন্যান্য


দিনের শেষে প্রতিবেদক :  সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। গত ১৩ এপ্রিল সোমবার (২০ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ইউনাইটেড হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, বার্ধক্যজনিত রোগের কারণে ডা. সাদত হোসাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ড. সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে দায়িত্ব পালন করেন।

অর্থমন্ত্রীর শোক প্রকাশ  : পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. সা’দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি একজন বিশিষ্ট আমলা হিসাবে ড. সা’দত হুসাইন এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।