আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পিছিয়ে পড়েও জিতলো মিলান, আশা কমছে ইন্টারের

পিছিয়ে পড়েও জিতলো মিলান, আশা কমছে ইন্টারের


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২২ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের মতোই শিরোপা নিয়ে হাড্ডাহাডি লড়াই চলছে ইতালিয়ান সিরি ‘আ’তে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার। রোববার রাতে ভেরোনার মাঠ থেকে জয় ছিনিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে মিলান। ভেরোনার মার্কান্তোনিও বেন্তেগোদিতে শুরুতেই গোল হজম করে বসেছিল মিলান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে তারা। এ জয়ের পর ৩৬ ম্যাচে মিলানের ঝুলিতে জমা রয়েছে ৮০ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা ইন্টারের সংগ্রহ ৭৮ পয়েন্ট। লিগে দুই দলেরই বাকি রয়েছে দুইটি করে ম্যাচ। ইন্টার নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮৪ পয়েন্ট হবে। অন্যদিকে ৮৬ পয়েন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে মিলানের সামনে। অর্থাৎ শেষ দুই ম্যাচ জিতলে আর কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে মিলান। দীর্ঘ দশ মৌসুম পর সিরি ‘আ’র এক আসরে ৮০ পয়েন্ট পেয়েছে মিলান। ২০১১-১২ মৌসুমে পুরো ৩৮ ম্যাচ খেলে ৮০ পয়েন্ট পেয়েছিল তারা। এবার ৩৬ ম্যাচেই এ মাইলফলক ছুঁয়ে ফেললো তারা। পাশাপাশি চলতি মৌসুমে চতুর্থবারের মতো পিছিয়ে পড়েও পেলো জয় স্টেফানো পিওলির শিষ্যরা। রোববার রাতের ম্যাচটিতে ৩৮ মিনিটের মাথায় ডেভিড ফারাওনির গোলে এগিয়ে গিয়েছিল ভেরোনা। তবে বিরতিতে যাওয়ার আগেই প্রথমার্ধে অতিরিক্ত যোগ করার সময়ের তৃতীয় মিনিটে ম্যাচে সমতা ফেরান মিলানের মিডফিল্ডার সান্দ্রো তোনালি। পরে দ্বিতীয়ার্ধে নেমে ৪৯ মিনিটে তোনালিই এগিয়ে দেন মিলানকে। রোববার ছিল তোনালির জন্মদিন। ক্লাবটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জন্মদিনে জোড়া গোল করলেন তিনি। সবশেষ ম্যাচের ৮৬ মিনিটে গিয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি।