পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন স্থগিত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২২ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : দেশের দুই পুঁজিবাজার ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং সিএসইর প্রি-ওপেনিং সেশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সংস্থাটি। ওই নির্দেশনায় বলা হয়েছে, উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর ১৫ মিনিট আগে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার সেল বা বাই অর্ডার বসানোর সুযোগ দেয়া হতো। কিন্তু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুঁজিবাজারের প্রি-ওপেনিং সেশন সাময়িকভাবে স্থগিত করা হলো।
আগামী রোববার (২১ মে) থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিএসইসি জানিয়েছে। তবে প্রি-ওপেনিং স্থগিত করা হলেও পোস্ট- ক্লোজিং সেশন থাকবে। পোস্ট ক্লোজিং হচ্ছে দিনের লেনদেন শেষ হবার পর পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১৫ মিনিট পর্যন্ত সেল বা বাই অর্ডার করার সুযোগ।