আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত জি-৭

পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত জি-৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। শুক্রবার জাপানের হিরোশিমায় জোটের বৈঠকে সাত দেশের নেতা এ সম্মতির কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে সাত দেশের নেতারা বলেছেন, তারা ‘রাশিয়াকে জি-৭ এর প্রযুক্তি, শিল্প সরঞ্জাম এবং পরিষেবা প্রদান বন্ধ করবে, যেগুলোর মাধ্যমে দেশটির যুদ্ধ মেশিন (পুতিন) সহযোগিতা পাচ্ছেন।’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইউক্রেনকে সমর্থন জানানোর অংশ হিসেবে ‘আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক’ সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন জি-৭ এর নেতারা।