আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// পুলিশ-ছাত্রদল সংঘর্ষে থমথমে প্রেসক্লাব এলাকা

পুলিশ-ছাত্রদল সংঘর্ষে থমথমে প্রেসক্লাব এলাকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রেসক্লাবে প্রবেশ করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্লোগান দিয়ে প্রেসক্লাবের মূল ফটক দিয়ে বাইরে বের হন। এ সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারাও পাল্টা ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে। জবাবে ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি খারাপের দিকে গেলে ছাত্রদলের কর্মীদের লক্ষ্য করে পুলিশকে কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায়।