পুলিশ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৬:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: জাতিসংঘ সদর দপ্তরে ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে (ইউএন কপস) যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন আইজিপি। পুলিশ সদর দপ্তর থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুত্রবার( ২ ও ৩ জুন) সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত অনুষ্ঠিত বিশ্বের ১০৫টি দেশের পুলিশ প্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইজিপি একেএম শহীদুল হক সম্মেলনের মূল অধিবেশনে অংশগ্রহণকারী পুলিশ প্রধানদের মধ্যে মনোনীত হিসেবে বক্তব্য রাখবেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা ও শান্তিপ্রতিষ্ঠায় নিয়োজিত নারী পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অনন্য অবদান সম্পর্কে একটি সাক্ষাৎকার প্রদান করবেন।
সম্মেলন শেষে আগামী ৮ জুন তার দেশে ফরার কথা রয়েছে।