আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পুলিশের কল্যাণে ১০ লাখ রুপি দিলেন কোহলি-আনুশকা দম্পতি

পুলিশের কল্যাণে ১০ লাখ রুপি দিলেন কোহলি-আনুশকা দম্পতি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২০ , ৯:১২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিটি দেশেই বড় ভূমিকা রাখছে আইন-শৃঙ্খলাবাহিনী। এবার তাদের সহায়তা হাত বাড়ালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। মুম্বাইয়ে পুলিশ কল্যাণ তহবিলের পাঁচ লাখ করে মোট ১০ লাখ রুপি দান করলেন কোহলি-আনুশকা। মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং জানিয়েছেন, ‘করোনাভাইরাস মহামারীর মধ্যে পুলিশ কল্যাণ তহবিলে কোহলি ও আনুশকা পাঁচ লাখ করে মোট ১০ লাখ রুপি দান করেছেন। এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা সকলের পাশে দাঁড়ালে যেকোনো পরিস্থিতি উৎরে যেতে সক্ষম হবো।’ কোহলি-আনুশকাকে ধন্যবাদ জানিয়েছে মুম্বাই পুলিশ সংস্থাও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘মুম্বাই পুলিশ সদস্যদের কল্যাণের জন্য ৫ লাখ করে অনুদান দেয়ায় কোহলি ও আনুশকাকে ধন্যবাদ। এই ভয়াবহ পরিস্থিতিতে আপনাদের এই অবদান করোনার বিপক্ষে যুদ্ধের সাহস যোগাবে।’