পূর্ব ঘোষণা ছাড়াই সেনাবাহিনীকে মহড়ার নির্দেশ পুতিনের
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২০ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীকে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা আলাদা সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের সেনাদের যুদ্ধের সক্ষমতা ঝালিয়ে নেয়ার জন্য কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই এ নির্দেশ দেয়া হয়। ধারণা করা হচ্ছে, ন্যাটোর করা মহড়ার জবাব দিতেই শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন পুতিন।
এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপ সচিব দিমিত্রি মেদভেদেভ এই মহড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
সেসময় তিনি বলেন, করোনা ভাইরাস মহামারি চলাকালীন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে। এখন রাশিয়া নিশ্চিতভাবেই এর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপরই পুতিনের এই ঘোষণা এলো।