পূর্ব রাজাবাজারে লকডাউনের তৃতীয় দিন,ফার্মেসি ছাড়া সব দোকানই বন্ধ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২০ , ৬:২০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : তৃতীয় দিনের মতো লকডাউন চলছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। পরীক্ষামূলকভাবে ২ সপ্তাহের জন্য লকডাউনে দেশের প্রথম চিহ্নিত এই রেডজোন।
করোনা সংক্রমণ রোধে প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রথম দিকে বেশ কঠিন হলেও, এখন অনেকটা সচেতন হয়ে উঠেছে সাধারণ মানুষ। লকডাউন নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। লকডাউন এলাকার মানুষের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরে ঘরে জরুরি সেবা পৌঁছে দিচ্ছেন তারা।
রাজাবাজারের বাসিন্দারা বলছেন, ভেতরে ফার্মেসি ছাড়া সব দোকানই বন্ধ। তাই আগে যারা খাবার কিনে রাখেননি, তাদের নির্ভর করতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের জরুরি সেবার ওপর।
এর আগে, ৯ জুন রাত থেকেই রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলক লকডাউন করা হয়েছে পূর্ব রাজাবাজার এলাকাকে।