আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৭:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


9কাগজ অনলাইন প্রতিবেদক: প্রতিবারের মতো এবারও পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রোববার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে খালেদা জিয়া পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষাবিদ, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশের শান্তি সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে খালেদা জিয়া সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসে পৌঁছান।

বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম তরিকুল ইসলাম, ব্রি. জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।