আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি পৌর নির্বাচনের কারণে পেছালো ডিপ্লোমা পরীক্ষা

পৌর নির্বাচনের কারণে পেছালো ডিপ্লোমা পরীক্ষা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :    পৌর নির্বাচনের কারণে ডিপ্লোমা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। কারিগরি শিক্ষাবোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ড। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি ও শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের নিয়মিত অনিয়মিত পরীক্ষা পঞ্চম ধাপের পৌর নির্বাচনের জন্য নিম্নোক্ত তারিখ অনুয়ায়ী অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পরীক্ষা ৬ মার্চ গ্রহণ করা হবে।