আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রকাশ হয়েছে রিয়েল আশিকের ‘তোমার দুঃখ চাই’

প্রকাশ হয়েছে রিয়েল আশিকের ‘তোমার দুঃখ চাই’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২০ , ৯:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : হালের মেধাবী সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিক। ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন তিনি। গীতিকার ইব্রাহীম খলিল ইবু’র কথায় ‘তোমার দুঃখ চাই’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন শামীম আশিক। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। ভিডিও পরিচালনায় ছিলেন অন্তর হাসান । মডেল- মাহি জামান ও কারিম। গানটি রিলিজ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলেই। এমনটাই জানালেন রিয়েল। বললেন, করোনা পরিস্থির জন্য বেশ ক’টি গান করেও অবশেষে ছাড়া হয়নি। তবে এ গানটি একটু ভিন্নধারার। আশা করছি; সবার ভালো লাগবে। পরিস্থিতি ভালো হলে আরো কিছু নতুন গান প্রকাশ করার চিন্তা রয়েছে। এছাড়া অরেকগুলো কন্ঠশিল্পীর গানের মিউজিকের কাজ চলছে।