প্রচ্ছদ খেলাধুলা যে কারণে দুশ্চিন্তায় নেইমার প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ১৬:০২ প্রিন্ট যে কারণে দুশ্চিন্তায় নেইমার
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২০ , ৫:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার ঘরে ঘরে বসে থাকতে ফুটবল খেলার জন্য অস্থির হয়ে উঠেছেন। আবার কবে মাঠে নামতে পারবেন, তা জানা না থাকায় রীতিমতো উদ্বিগ্ন এ ব্রাজিলিয়ান তারকা। তাই এই সময়েই নিজের ফিটনেস নিয়েই কাজ করছেন নেইমার জুনিয়র। এ কাজে তাকে সার্বক্ষণিক সহায়তা করছেন ফিজিক্যাল ট্রেইনার রিকার্ডো রোজা। তবে তাতেও মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই নেইমার। তিনি বলেন, আবার কবে খেলতে পারব তা জানা নেই। এ জিনিসটা আমাকে উদ্বিগ্ন করছে। আমি খেলা মিস করি, প্রতিযোগিতাটা মিস করি, ক্লাবের পরিবেশ, পিএসজির সতীর্থদের মিস করি। ফুটবলের জন্য এটা অনেক লম্বা সময়। পুনরায় মাঠে নামতে উদগ্রীব তিনি, আমি নিশ্চিত ভক্তরাও চায় শিগগিরই মাঠে ফুটবল ফিরুক। যত তাড়াতাড়ি হয় তত ভাল। আমি আশা করি সিদ্ধান্তটা অল্প দিনের মধ্যেই হয়ে যাবে।