আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি প্রতিক্রিয়াহীন এরশাদ, আশান্বিত রওশন

প্রতিক্রিয়াহীন এরশাদ, আশান্বিত রওশন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


16কাগজ অনলাইন প্রতিবেদক: প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে বাজেট নিয়ে আশান্বিত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এরপর প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, ‘আমরা সবাই বসবো। এরপর আলোচনা করে প্রতিক্রিয়া দেবো। এখন কিছু বলতে পারবো না। বসার পরে বলতে পারব।’

তবে রওশন এরশাদ বলেন, ‘প্রত্যেক বছরই একটা করে বাজেট দেওয়া হয়। সব সরকারই বাজেট দেয়। এবারও দেওয়া হয়েছে। তবে অনেক সময় অনেক প্রকল্প নেওয়া হয়, কিন্তু বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন হয় না। এবারের বাজেটে আমরা আশান্বিত, দেখা যাক কতটুকু জনকল্যাণ হয়।’

কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে আশাবাদ ব্যক্ত করে রওশন বলেন, ‘এবার আমরা আশা করছি যে, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুযোগ সৃষ্টি হবে। আমরা আশান্বিত। এবার হয়তো জনগণের প্রত্যাশা পূরণ হবে। তবে আশা কতটা পূরণ হবে সেটা দেখার বিষয়। বাজেট বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দু-একদিন পর দেওয়া হবে।’