আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই খুশি নিউজিল্যান্ড

প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই খুশি নিউজিল্যান্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২১ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : প্রথম ম্যাচে ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ১৪১ তাড়া করতে নেমে মাত্র চার রানে হার। দারুণ প্রত্যাবর্তনে সামনের তিন ম্যাচে আশার আলো দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর সেখান থেকে শিক্ষা নিয়েছে সফরকারীরা। সেটাই তারা দ্বিতীয় ম্যাচে কাজে লাগিয়েছে। ম্যাচ হারলেও দারুণ লড়াই করতে পেরে খুশি অধিনায়ক টম ল্যাথাম। তিনি বলেন, ‘শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে পারা দারুণ ব্যাপার। আমরা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি এবং শেষ ওভার পর্যন্ত জয়ের জন্য লড়াই করেছি। এটা ছিল অসাধারণ ব্যাপার।’
জয়ের ব্যবধান কম হলেও লড়াই করেছেন একমাত্র অধিনায়কই। তার ৪৯ বলে ৬৫* রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে আরও কেউই ভালো সঙ্গ দিতে পারেনি। আর ছোট একটি দ্রুতগতির স্কোর হলেই ফল অন্যরকম হতে পারত। ল্যাথাম অবশ্য দলের বাকি খেলোয়াড়দেরও কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ভালো শুরু ভালো ম্যাচ তৈরি করে। রাচিন (রবীন্দ্র) দারুণ বোলিং করেছে, সে ঠিকঠাক তার দায়িত্ব পালন করেছে। আমরা যেখানে ছিলাম সেটা হয়তো পছন্দ করতাম না। কিন্তু আমি মনে করি ১৩০-১৪০ রান খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক।’
প্রয়োজনীয় সময় নিউজিল্যান্ডের যেভাবে রান তোলার প্রয়োজন ছিল সেটা ল্যাথাম ছাড়া আর কেউই করতে পারেননি। অধিনায়ক প্রথমদিকে উইকেট ধরে খেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার কাজ উইকেট ধরে খেলা, অন্য পাশ থেকে যেন দ্রুত রান তুলতে পারে অন্যরা। তবে ম্যাচ যে শেষ পর্যন্ত যেতে পেরেছি, লড়াই করতে পেরেছি এজন্য আমি ছেলেদের নিয়ে গর্বিত।’ পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ম্যাচে তাদের সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচটিও হবে মিরপুরের পঞ্চম উইকেটে। সেই স্পিন সহায়ক ও স্লো উইকেটে।
এদিকে টানা দুই জয়ের পর আজ বাংলাদেশ দলের অনুশীলন নেই। তবে ঐচ্ছিক অনুশীলন হওয়ায় মাঠে যেতে পারেন মুশফিক-আফিফরা।