আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রথমবার একসঙ্গে অরুণা-অপু

প্রথমবার একসঙ্গে অরুণা-অপু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’। এবারের পর্বে অংশ নিয়েছেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন অরুণা বিশ্বাস এবং অপু বিশ্বাস। কিন্তু এবারই প্রথম তারা কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে দর্শকদের সামনে উপস্থিত হবেন। এ অনুষ্ঠানে তারা তাদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা দর্শকদের সঙ্গে শেয়ার করবেন।  ধারণকৃত এ অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে কথা বলতে গিয়ে তারা কখনো আবেগপ্রবণ আবার কখনো নস্টালজিক হয়ে পড়েছেন বলে জানা গেছে।