প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রূপ ও পেজে সংযুক্ত হওয়ার নির্দেশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৮:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। Head Teachers of GPS BD ফেসবুক গ্রুপ এবং Directorate of Primary Education নামের ফেসবুক পেজে জরুরি ভিত্তিতে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘প্রশাসনিক কাজে বিভিন্ন নির্দেশনা পেতে ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই আছেন। প্রত্যেককে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন সরকারের নির্দেশনার বিষয়ে সব সময় তৎপর থাকতে পারেন।’ Head Teachers of GPS BD ফেসবুক গ্রুপ এবং Directorate of Primary Education নামের ফেসবুক পেইজে জরুরি ভিত্তিতে যুক্ত করার ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের রবিবার (১৪ জুন) নির্দেশ দেওয়া হয়।