আজকের দিন তারিখ ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব প্রবল বৃষ্টিতে জাপানে ভূমিধস, নিখোঁজ ২০

প্রবল বৃষ্টিতে জাপানে ভূমিধস, নিখোঁজ ২০


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২১ , ১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  প্রবল বৃষ্টিতে জাপানে ভূমিধসে কমপক্ষে ২০ জন নিখোঁজ হয়েছেন। শনিবার জাপানের মধ্যাঞ্চলীয় শহর আটামিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বৃষ্টির মধ্যে ভূমিধস অনেক ঘরবাড়ি একেবারে গুড়িয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও বিদ্যুৎ ব্যবস্থা। কিছু লোককে আতঙ্কে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে এদিকওদিক ছুটতে দেখা যায়। নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।