প্রবল বৃষ্টির পর ব্রিটেনে বন্যা
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারী বৃষ্টিপাতের পরে শুক্রবার ব্রিটেনজুড়ে প্রধান নদীগুলোর পানি বিপজ্জনক সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সরকার তিন শতাধিক এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে। এ পর্যন্ত প্রায় এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে ব্রিটেনে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে ইংল্যান্ড এবং ওয়েলসে নদীর দুই কূল প্লাবিত হয়েছে। মধ্য ইংল্যান্ডের ট্রেন্ট নদীটি বন্যায় প্লাবিত হয়েছেভ স্থানীয় কর্তৃপক্ষ একে বড় ঘটনা বলে ঘোষণা করেছে। লন্ডনের ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পূর্ব দিকে একটি খাল উপচে পড়ার পরে প্রায় ৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আবহাওয়া সংস্থার বন্যা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পরিচালক ক্যারোলিন ডগলাস বিবিসিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় এক হাজার বাড়ি প্লাবিত হয়েছে। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, দেশের দক্ষিণের তিনটি অংশে লাইন বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।