আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রিয়াঙ্কাকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার গ্রিলস

প্রিয়াঙ্কাকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার গ্রিলস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২২ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নানা রকম অতিমানবীয় কর্মকাণ্ড দিয়ে দর্শকদের ভড়কে দেন বিয়ার গ্রিলস। মাঝের মধ্যে অতিথিদের নিয়েও চলে যান গহীন জঙ্গলে। সেই দলে পশ্চিমারা তো বটেই গিয়েছেন ভারতীয়রা। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার, কে তিনি?

এবার বিয়ারের ইচ্ছে নারী তারকাকে নিতে চান। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন। আর পছন্দের তালিকার এক নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তবে আলাদাই আনন্দ হবে। ওর স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং ওর গল্প শুনতেও ভালোবাসবেন।’

কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার। এমনকি এ তারকা বিয়ারকে জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। আর এ কারণেই হয়তো জঙ্গলে তার অভিযান। যা নিয়ে তৈরি হয় টিভি শো।