আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পয়সাওয়ালা স্বামী খোঁজেন ভারতীয় নারীরা: সোনালি কুলকার্নি

পয়সাওয়ালা স্বামী খোঁজেন ভারতীয় নারীরা: সোনালি কুলকার্নি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। অভিনয়ে এখন খুব একটা সরব নন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। এ ভিডিওতে সোনালি কুলকার্নি বলেন, ‘ভারতে এমন অনেক নারী আছেন যারা এমন প্রেমিক বা স্বামী চান যাদের ভালো চাকরি আছে, বাড়ি আছে, যার মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু এমন পুরুষকে বিয়ে করলে সে নিজে কী করবে— এই প্রশ্ন নিজেকে করার সাহস সেই নারীদের থাকে না।’

নেটিজেনদের বড় একটি অংশ সোনালির এই ভাবনাকে সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘অনেক ক্ষেত্রেই আপনি একদম ঠিক কথা বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘একদম সঠিক কথা বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি সাহস করে একদম সত্যি কথাটাই বলেছেন।’