আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফতুল্লায় গার্মেন্ট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ফতুল্লায় গার্মেন্ট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৩ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকিরা অ্যাপারেলসে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি টেলিফোনে বলেন, বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত্র সেটি এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান লিমা খানম।